খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

তাঁতী দল নেতা ইব্রাহিম আজাদের পিতার ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:১৭ এ.এম | ১১ অগাস্ট ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খুলনা সদর থানার যুগ্ম-আহবায়ক ইব্রাহিম আজাদ এর পিতা মোঃ মহারাজ হাওলাদার (৭০) ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার নিজ বাসভবনে  তিনি মৃত্যুবরণ করেন।  
তার মৃত্যুতে গভীর শোক, মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহানগর তাঁতী দলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মদ আবু সাঈদ শেখ, সদস্য সচিব ম শ আলম, যুগ্ম-আহবায়ক রিয়াজুর রহমান, সৈয়দ গাজী, এড. আসলাম হোসেন, সেলিম বড় মিয়া, একলাচ মোল­া, মোক্তার হোসেন, মোল­া আলী আহমেদ, মুনসুর আলী বাবলু, মাসুদ রেজা, ডাঃ হালিম মোড়ল, সৈয়দ হুমায়ুন কবির, আলী আজগর, দেলোয়ার মাতুব্বর, মোঃ ফারুক হোসেন, হাবিবুর রহমান, ইউনুস শেখ, আফসার উদ্দিন ডাবলু, সুমন মাতুব্বর, হায়দার মোল­া, জাহিদ মলি­ক প্রমুখ।