খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

মুক্তিযোদ্ধা আকরাম হোসেনের ইন্তেকাল শোকাহত পরিবারের পাশে জেলা আ’লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ১১ অগাস্ট ২০২১

বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন গতকাল মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। তার মৃত্যুর সংবাদ শুনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য মোঃ জামিল খান, যুবনেতা মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, রাফেল হোসেন বাবু, তাপস জোয়াদার, তানভীর রহমান আকাশ, স্বপন দেবনাথ, আবিদ হাসান ফাহিম প্রমুখ।