খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জামাল হোসেন তালুকদারকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
১০:১২ পি.এম | ২৪ জুলাই ২০২১

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সেচ্ছাসেবক দলের টিম প্রধান জামাল হোসেন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে খুলনা মহানগরীর ডালমিল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক সময়ের খবরকে বলেন, যশোরের চেক ডিসঅনার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানায় জামাল হোসেন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। আজ রাত ১০টার দিকে নগরীর ডালমিল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল রবিবার তাকে যশোরের আদালতে প্রেরণ করা হবে।