খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর বিকৃত ভিডিও ফেসবুকে শেয়ার করায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক |
০১:১৪ এ.এম | ১১ অগাস্ট ২০২১

বঙ্গবন্ধুর বিকৃত ভিডিও ফেসবুকে শেয়ারের অভিযোগে খুলনায় তানজীর তাজ (২৫) নামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তানজীর তাজ খুলনার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, তানজীর তাজ আজ তার ব্যক্তিগত ফেসবুকের স্টোরিতে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তৈরি করা একটি বিকৃত ভিডিও শেয়ার করেছিল। বিষয়টি নিয়ে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজল খুলনা সদর থানায় অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তানজীর তাজকে আটক করে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল-মামুন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নগর ছাত্রলীগের সহ-সভাপতি রণবীর বাড়ই সজলের দায়ের করা মামলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০ টাকার ওপর ছাপা বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে তৈরি করা টিকটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলেন তানজির।

 

প্রিন্ট

আরও খবর