খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

যশোরে করোনায় মৃত্যু কমে ৩ জন, বেড়েছে শনাক্ত

যশোর প্রতিনিধি |
০১:১১ এ.এম | ১১ অগাস্ট ২০২১

যশোরে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন রেডজোনে ও অপর জন ইয়োলোজোনে। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাঃ রেহেনেওয়াজ এ তথ্য জানিয়েছেন। 
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৬১১টি নমুনা পরীক্ষা করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুসারে শনাক্তের হার ২২ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৪১০টি নমুনা পরীক্ষায় ১০৮টি, র‌্যাপিড অ্যান্টিজেন ২০১টি পরীক্ষায় ৩১টি পজেটিভ হয়েছে। শনাক্ত রোগীদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৭৬ জন, ঝিকরগাছায় ১৭ জন, অভয়নগরে ৮ জন, মণিরামপুরে ৮ জন, বাঘারপাড়ায় ৭ জন, শার্শায় ৬ জন ও চৌগাছা উপজেলায় ১৭ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজার ১২ জন, সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৯২ জন ও মারা গেছেন ৪০৩ জন।  বর্তমানে হাসপাতালের রেডজোনে ভর্তি রোগী আছেন ৭৩ জন ও ইয়োলোজোনে রয়েছেন ২৭ জন।

প্রিন্ট

আরও খবর