খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

খুলনা এগ্রো ফুড প্রসেসিংয়ে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |
০১:০৯ এ.এম | ১১ অগাস্ট ২০২১

নগরীর দৌলতপুরের পাবলা এলাকার খুলনা এগ্রো ফুড প্রসেসিং কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানিয়েছেন, খুলনা এগ্রো ফুড প্রসেসিং নামের প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীনভাবে বিভিন্ন ব্রান্ডের প্যাকেটজাত খাদ্য সামগ্রী তৈরি, প্যাকেটের গায়ে মেয়াদ ও মূল্য উলে­খ না করা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি এবং পোড়া তেল ব্যবহারের অপরাধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়া হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
 

প্রিন্ট

আরও খবর