খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

.শোকাবহ আগস্ট

নিজস্ব প্রতিবেদক |
০১:০৯ এ.এম | ১১ অগাস্ট ২০২১

১১ আগস্ট আজ। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের রাষ্ট্রপতি। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ায় দিন-রাত শ্রম দিচ্ছেন। কখনও ভাবতে পারেনি বাঙালি তার বুকে গুলিবর্ষণ করবে। ’৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিভে গেল বাংলার বজ্রকন্ঠ। জাতি পালন করছে শোকের মাস আগস্ট। 
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাৎবার্ষিকী আগামী রবিবার। ১৯৭৫ সালের এই দিনটিতে বাঙালি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলার স্থপিত ও ইতিহাসের এই মহানায়ককে। 
বঙ্গবন্ধুর নির্মম সেই হত্যাকান্ডের খবরে বিশ্ববাসী শোকে মূহ্যমান হয়ে যায়। পত্রিকার পাতা জুড়ে ছিল সেই শোকের সংবাদ। নোবেল জয়ী পশ্চিম জার্মানী নেতা উইলী ব্রানডিট তখন বলেছিলেন, মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। ১৫ আগস্টের কলঙ্কিত ইতিহাস আরও কলঙ্কিত হয় যখন জাতির পিতার খুনিদের বাঁচানোর জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই অধ্যাদেশ বাতিল করা হয়। শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচারের রায়ে বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। পাঁচ জনের রায় কার্যকর করা হয়।
 

প্রিন্ট

আরও খবর