খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

নৌযানের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির আদেশ বাতিল

খবর প্রতিবেদন |
১২:৫৪ এ.এম | ১১ অগাস্ট ২০২১

করোনাভাইরাস সংক্রমণকালীন অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান ধারণ ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ জন্য গত ১ এপ্রিল আদেশ জরি করা হয়। মঙ্গলবার সেই আদেশের কার্যকারিতা বাতিল করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অভ্যন্তরীণ নৌযানের যাত্রী ভাড়া সংক্রান্ত বিআইডব্লিউটিএ’র গত ২৩ এপ্রিল জারি করা আদেশ আগামী ১১ আগস্ট থেকে পুনরায় কার্যকর হবে।’ বিআইডব্লিউটিএ আজ এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

প্রিন্ট

আরও খবর