খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

জুনের তুলনায় জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছে

খবর প্রতিবেদন |
১২:৪৭ এ.এম | ১১ অগাস্ট ২০২১

সদ্য সমাপ্ত জুলাইতে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। এ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৪ শতাংশে। যা জুনে ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ। মঙ্গলবার একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিবিএসের মূল্যস্ফীতির হার পর্যালোচনা করে দেখা গেছে, জুলাইতে খাদ্যবহির্ভূত ও খাদ্যে মূল্যস্ফীতির হার কমেছে। প্রসাধন, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, আসবাব, গৃহস্থালী পণ্য, চিকিৎসা, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিবিধ সেবা খাতের মূল্যস্ফীতির হার কমার ফলে সার্বিক মূল্যস্ফীতি কমেছে।
পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, জুনে বিধি-নিষেধের কারণে নিত্যপণ্য পরিবহনে নানা প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল। যার কারণে জুনে সব খাতেই মূল্যস্ফীতি ছিল। জুলাইয়ে দাম কিছুটা স্বাভাবিক থাকায় মূল্যস্ফীতি কমেছে।
তিনি বলেন, খাদ্যে জুলাইয়ে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক শূন্য ৮ শতাংশ, যা জুনে ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ। খাদ্য বহির্ভূত খাতে জুলাইয়ে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ, যা জুনে ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ।

প্রিন্ট

আরও খবর