খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

বিকেএসপির কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে তাইবু

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৯ এ.এম | ১১ অগাস্ট ২০২১

খেলোয়াড়ী জীবনে বেশ সুনাম অর্জন করেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান তাতেন্দা তাইবু। বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের কাছে জনপ্রিয় তিনি। খেলা ছাড়ার পর এবার কোচিংয়ে থিতু হয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) কোচ হয়ে বাংলাদেশ এসেছেন। তার সঙ্গে বিকেএসপির কোচ হয়েছেন ইংল্যান্ডের অ্যান্ডি কটাম।
তাইবুকে কোচ করে আনার প্রক্রিয়া অনেকদিন ধরে চালাচ্ছে বিকেএসপি। তবে ভিসা জটিলতায় আটকে ছিল তার বাংলাদেশে আসা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবর পাঠানো চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে ঘুরে আসতে লেগে গেছে ৩ মাসের বেশি সময়। সকল জল্পনা শেষে বিকেএসপির কোচের দায়িত্ব নিয়েছেন তাইবু। 
গত ২ আগস্ট বাংলাদেশে এসেছেন তাইবু। কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষে বিকেএসপির কাজে যোগ দেবেন তিনি। বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল এ কে এম মাজহারুল হক।
 

প্রিন্ট

আরও খবর