খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

খুলনায় করোনা ভ্যাকসিন নিলেন আরও ৭৮৩৬ জন

তথ্য বিবরণী |
১২:২০ এ.এম | ১১ অগাস্ট ২০২১

খুলনা জেলায় গতকাল মঙ্গলবার ৭ হাজার ৮৩৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ৪ হাজার ১৫৭ এবং মহিলা ৩ হাজার ৬৭৯জন। এ পর্যন্ত এক লাখ ৭৪ হাজার ৬০৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
গতকাল খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৪ হাজার ২১৯ জন এবং নয়টি উপজেলায় মোট ৩ হাজার ৬১৭ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে এক হাজার ৮৩৩ জন, বটিয়াঘাটায় ৮৪ জন, দিঘলিয়ায় ২০৫ জন, ডুমুরিয়ায় ২৫৪ জন, ফুলতলায় ১৮৮ জন, কয়রায় ৪৯৫ জন, পাইকগাছায় ১৪২ জন, রূপসায় ২৪৬ জন এবং তেরখাদায় ১৭০ জন টিকা গ্রহণ করেছেন। সোমবার মহানগরের দু’টি হাসপাতালে ২৮৬ জন এবং খুলনা জেলার দুইটি উপজেলায় ২৪৪ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

প্রিন্ট

আরও খবর