খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট খুলনার সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ১১ অগাস্ট ২০২১

গত ৭ আগস্ট রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, মন্দিরের বিগ্রহ, ব্যবসা প্রতিষ্ঠান, সমাধি, বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাম গণতান্ত্রিক জোট জেলা কমিটির সভা সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 
বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে বক্তৃতা করেনন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু প্রমুখ। 
সভায় বক্তারা এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, দ্রুত মন্দিরগুলো পুনঃ সংস্কার, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহŸান জানান। 
সভায় উক্ত ঘটনার প্রতিবাদে আগামী ১২ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

প্রিন্ট

আরও খবর