খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

রূপসার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রাম পরিদর্শনে বিভিন্ন সংগঠন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ১১ অগাস্ট ২০২১

রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে ধর্মীয় সংখ্যালঘু স¤প্রদায়ের উপর হামলার ঘটনাস্থল গতকাল মঙ্গলবার পরিদর্শন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা জেলা-মহানগর, পূজা উদ্যাপন পরিষদ, খুলনা জেলা, যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। তারা এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সাথে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ এই ঘটনার নিন্দা এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, মহানগর সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, মহানগর সহ-সভাপতি সমর কুন্ডু, স্বপন কৃষ্ণ বিশ্বাস, নিলয় মুখার্জী, দেবাশীষ রায়, আইয়ুব আলী মলি­ক বাবু, মিন্টু আঢ্য, প্রকৌশলী ইমন রাজবংশী, প্রবীর রায়, দিপংকর দাশ, সঞ্জয় কর্মকার, শিক্ষক প্রদীপ পাল, রঘুনাথ ঘোষ কালা, সাংবাদিক বিমল সাহা, সুদীপ বড়–য়া শিপলু, অশোক সাহা, গণেশ চন্দ্র পাল, অসিত চক্রবর্তী, বিজন দত্ত, গোবিন্দ দত্ত, বিপ্লব দে, ভক্ত দাশ, পল­ব দাশ, জয় দত্ত, শিক্ষক সুব্রত স্বর, শ্যামল সরকার, শুভজিৎ কুন্ডু, স্বপন রায়, সৌরভ ঘোষ, চিন্ময় সাহা, সন্তোষ রায়, রনবির মন্ডল, কানাই মন্ডল, অভিজিৎ সরকার রাহুল, সমীর দাশ, অনাদী রায়, সুমঙ্গল রায়, পংকজ শীল, হিরো বসু, দীনেশ রায়, খোকন বিশ্বাস লিটন, রাজিব বিশ্বাস, মিলন পাল, সাংবাদিক চন্দন, তুহিন শুভ্র পাল, বিপুল রায় চৌধুরী, সুরেশ চন্দ্র রায়, মন্ডল, তুষার রায়, দয়াল মন্ডল, কার্তিক চন্দ্র দাশ প্রমুখ।

প্রিন্ট

আরও খবর