খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সহনীয় বাড়ি-ঘর নির্মাণ ও নকশা চূড়ান্তকরণে জাতীয় কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি |
১২:১১ এ.এম | ১১ অগাস্ট ২০২১

বাংলাদেশের উপক‚লে অন্যতম প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়। ঝড়ের মুখে পড়ে প্রতি বছর জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতির মুখে পড়েন উপক‚লের বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের তান্ডব থেকে ক্ষয়ক্ষতি কমানো এবং উপক‚লবাসীকে রক্ষায় বিশেষ ধরনের গৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। ঘূর্ণিঝড় সহনশীল এ ধরনের বাড়ি-ঘর উপক‚লীয় এলাকায় তৈরি করা গেলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন ও সম্পদের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব বলে আশা করেছেন বিশেষজ্ঞরা। গতকাল মঙ্গলবার অনলাইনে আয়োজিত জাতীয় কর্মশালায় এমন আশা করেন তারা। যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট এবং উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপ।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর মহপরিচালক আশরাফুল আলম। কর্মশালায় আলোচনা করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. শায়ের ঘৌর, উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপের জেষ্ঠ্য পরিচালক কাজী এমদাদুল হক, কারিতাস কর্মকর্তা রতন কুমার পোদ্দার, এ্যাকশান এইড কর্মকর্তা নাসির উদ্দিনসহ নির্মাণ বিশেষজ্ঞরা। বক্তারা জানান, প্রতিবছর ধারাবাহিক ঝড়, বন্যা ও জলোচ্ছ¡াসে আক্রান্ত হচ্ছে দেশের উপক‚লীয় এলাকা। এতে জীবন ও সম্পদের ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। ফলে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিক‚ল পরিবেশের সাথে সংগ্রাম করে টিকে থাকতে ঘূর্ণিঝড় সহনশীল বাড়ি-ঘর উপক‚লীয় বাসিন্দাদের ঘুরে দাঁড়াতে কাজে দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও খবর