খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটে-বলে সেরা পাঁচে যারা

ক্রীড়া প্রতিবেদক |
০৭:২০ পি.এম | ১০ অগাস্ট ২০২১

অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আধিপত্য দেখিয়েই সিরিজ জিতেছে টাইগাররা। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশের ক্রিকেটারদের কতটা আধিপত্য ছিল সেটা সিরিজ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা দেখলেই বোঝা যায়।

সিরিজ শেষে শীর্ষ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারীর দুই তালিকাতেই বাংলাদেশের ক্রিকেটারদের আধিপত্য দেখা গেছে। যদিও এককভাবে দুই বিভাগেই শীর্ষে আছেন অজি ক্রিকেটাররা।

সিরিজে ৫ ম্যাচে ১৫৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। এছাড়া শতরানের বেশি করেছেন আর মাত্র দুইজন। তারা হলেন আফিফ হোসেন এবং সাকিব আল হাসান।

অন্যদিকে বল হাতে ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ও বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। নাসুম সিরিজের সব ম্যাচ খেললেও হ্যাজেলউড খেলেছেন ৪ ম্যাচ।

একনজরে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:

মিচেল মার্শ (অস্ট্রেলিয়া): ৫ ইনিংসে ৩১.২০ গড়ে ১৫৬ রান।
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৫ ইনিংসে ২২.৮০ গড়ে ১১৪ রান।
আফিফ হোসেন (বাংলাদেশ): ৫ ইনিংসে ২৭.২৫ গড়ে ১০৯ রান।
মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ): ৫ ইনিংসে ১৮.২০ গড়ে ৯১ রান।
মোহাম্মদ নাঈম শেখ (বাংলাদেশ): ৫ ইনিংসে ১৮.২০ গড়ে ৯১ রান।

একনজরে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারী:

জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া): ৪ ম্যাচে ১০.৬২ গড়ে ৮ উইকেট।
নাসুম আহমেদ (বাংলাদেশ): ৫ ম্যাচে ১১.৫০ গড়ে ৮ উইকেট।
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ): ৫ ম্যাচে ৮.৫৭ গড়ে ৭ উইকেট।
শরিফুল ইসলাম (বাংলাদেশ): ৪ ম্যাচে ১১.৮৫ গড়ে ৭ উইকেট।
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৫ ম্যাচে ১৮.১৪ গড়ে ৭ উইকেট।
 

প্রিন্ট

আরও খবর