খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

তদন্তের স্বার্থে অনেককেই ডাকছি: সিআইডি প্রধান

খবর প্রতিবেদন |
০৫:৪৩ পি.এম | ১০ অগাস্ট ২০২১

আলোচিত অভিনেত্রী পরীমনির গ্রেপ্তার ঘটনা ছাড়াও চাঞ্চল্যকর কয়েকটি মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাগুলোর তদন্ত করতে গিয়ে অনেককেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে সিআইডি কার্যালয়ে  এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

মাহবুবুর রহমান বলেন, 'আমরা মামলাগুলোর তদন্তের স্বার্থে কথা বলতে অনেককেই ডেকেছি, সামনে হয়তো আরো অনেককে ডাকব। তবে এখনি কাউকে অভিযুক্ত বা দোষী বলার সুযোগ নেই।

'পরীমনি-পিয়াসাদের সকলের বিরুদ্ধেই মাদক মামলার বাইরেও ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। সেগুলোর সত্যতা জানতে আমরা অনেককেই ডাকছি। কাউকে ডাকা হচ্ছে অভিযোগের ভিত্তিতে, আবার কাউকে ডাকা হচ্ছে সাক্ষী হিসেবে। আইন অনুযায়ী আমাদের কোনও তালিকা করার সুযোগ নেই। তবে সরাসরি সিআইডির কাছ থেকে ডাক না পেলে কেউ আতঙ্কিত হবেন না।'

সিআইডি প্রধান বলেন, আমরা অভিযুক্ত সবার বাসায় অভিযান চালিয়েছি। আমরা ৩টা জিপ, একটা বিএমডব্লিউ, একটা মাজদা এবং একটা ফেরারি গাড়ি জব্দ করেছি। মোবাইল জব্দ করেছি৷ আমরা চেষ্টা করবো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সবগুলো মামলার তদন্ত শেষ করতে। তবে অনলাইন, পত্রিকা ও সোস্যাল মিডিয়াতে এসবের সাথে জড়িত অনেকের নাম এসেছে। এরকম খণ্ডচিত্র এলে অনেকের সম্মানহানি হয়। আমরা তদন্ত করছি, আমাদের সময় দেন, আমরাই তদন্ত শেষে সব জানিয়ে দেবো।

প্রিন্ট

আরও খবর