খুলনা | মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

পাবনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৭৪

খবর প্রতিবেদন |
০৪:১১ পি.এম | ১০ অগাস্ট ২০২১

পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (০৯ আগস্ট) দুপুর থেকে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। এক দিনে হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন ৪ জন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্তে ২ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। এছাড়াও আটঘরিয়ায় একজন করোনা উপসর্গে মারা গেছেন।

উপসর্গে মৃতরা হলেন সদরের হেমায়েতপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে মুনু প্রামাণিক (৫৬), শহরের গোবিন্দা এলাকার আব্দুল জব্বারের ছেলে আবুল বাছেদ (৮২), বেড়ার আমিনপুর থানার আইয়ুব আলীর স্ত্রী কোমেলা আক্তার (২৮), গাছপাড়া নুরপুর মহল্লার মনছের আলীর ছেলে আবুল হোসেন (৬৫), আটঘরিয়ার জয়তুন্নেছা (৭০)।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে মারা যাওয়া ২ জন ও উপসর্গে মারা যাওয়া ৩ জনের জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনায় ১১৭৬ নমুনায় ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ১ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৫৮ শতাংশ।

১ লাখ ৩৯ হাজার ৬৮ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৭৮ জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৬ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ১১১ জন। সাড়ে ৪ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রিন্ট

আরও খবর