খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

খুলনা এগ্রো ফুড প্রসেসিংকে অর্ধলক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |
০২:০৪ পি.এম | ১০ অগাস্ট ২০২১

নগরীর দৌলতপুরের পাবলা এলাকার খুলনা এগ্রো ফুড প্রসেসিং কে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানিয়েছেন, আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত দৌলতপুরের পাবলা এলাকার খুলনা এগ্রো ফুড প্রসেসিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খুলনা এগ্রো ফুড প্রসেসিং নামের প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীনভাবে বিভিন্ন ব্রান্ডের প্যাকেটজাত খাদ্য সামগ্রী তৈরী, প্যাকেটের গায়ে মেয়াদ ও মূল্য উল্লেখ না করা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরী এবং পোড়া তেল ব্যবহারের অপরাধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়া হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
 

প্রিন্ট

আরও খবর