খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি |
০১:০৯ পি.এম | ১০ অগাস্ট ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইয়াসিন আলী (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৯ আগষ্ট) গভীর রাতে কলারোয়া উপজেলার রায়টা গ্রাম থেকে তাকে গ্রেফতার করার হয়। ইয়াসিন আলী (৪২) সাতক্ষীরার কলারোয়া উপজেলার রায়টা গ্রামের আক্তার আলীর ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, ইয়াসিন আলী সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। ওই মামলায় ৪ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ইয়াছিন আলী। তার  নামে ৪টি মামলা রয়েছে। এসটিসি-২০৮/১৫, জিআর-২৫৯/১৪, এসটিসি-২০৭/১৫, এসটিসি-২০৮/১৫ মামলা। এরমধ্যে একটিতে ৪ বছর ৬মাসের সশ্রম কারাদন্ড, অনাদায়ে, আরো ২০ হাজার টাকা জরিমানার আদেশ রয়েছে। আদালতে সাজা ঘোষনার পর থেকে আসামী দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিলেন।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কলারোয়া উপজেলার রায়টা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করার হয়। মঙ্গলবার ( ১০ আগষ্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট

আরও খবর