খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

ভারত থেকে এলো আরও ২০০ টন তরল অক্সিজেন

খবর প্রতিবেদন |
১০:২৫ এ.এম | ১০ অগাস্ট ২০২১

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল সোমবার বিকেলে আরও ২০০ টন তরল অক্সিজেন দেশে পৌঁছেছে। কাস্টমসের রাজস্ব পরিশোধ করে আজ মঙ্গলবার ভোরে অক্সিজেনবাহী ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোল ছেড়ে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছেন বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

স্টেশন মাস্টার জানান, জুলাই মাসে তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন এবং চলতি মাসে তিন চালানে ৬১৬ টন মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। এক হাজার ২১৬ টন তরল অক্সিজেন আমদানিতে ১৪ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে।

সাইদুজ্জামান আরও জানান, অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের টাটানগর থেকে ছেড়ে এসে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে গতকাল বিকেলে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়। কাস্টমসের রাজস্ব পরিশোধ করে আজ খুব ভোরে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের পর দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে খালাস দেওয়ার অনুমতি দওয়া হয়।

প্রিন্ট

আরও খবর