খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৯ এ.এম | ১০ অগাস্ট ২০২১

চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিংস নিজেদের ২০তম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরের শিরোপা নিজেদের কাছে রাখা নিশ্চিত করলো। এবারের মৌসুমের সেরা দুই পারফরমার ব্রাজিলের রবসন রবিনহো ও জোনাথন ফার্নান্দেজ করেন বসুন্ধরার চ্যাম্পিয়ন হওয়ার দিনের দুই গোল। ২০ ম্যাচে ১৮ জয় ও ১ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরে চলে গেলো সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলা শেখ জামাল ৩৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের চ্যাম্পিয়নও হয়েছে দলটি। লিগের রানার্সআপ হওয়ার লড়াইটা মূলত তাদের সঙ্গে চলছে আবাহনী লিমিটেডের। আরামবাগের বিপক্ষে ম্যাচের আগে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।
চারবারের চ্যাম্পিয়ন শেখ জামাল যেন আগেই হাল ছেড়ে দিয়েছিল। ম্যাচের তিন ঘন্টা আগে কোচ শফিকুল ইসলাম মানিককে ছাঁটাই করে বসে শেখ জামাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচকে হারানো খেলোয়াড়রা খুব একটা মেলে ধরতে পারেননি নিজেদের।
ম্যাচের ২১তম মিনিটে রবিনিয়োর দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় কিংস। ব্রাজিলিয়ান সতীর্থ ফের্নান্দেসের থ্রু পাস ধরে ঠাণ্ডা মাথায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন। লিগের সর্বোচ্চ গোলদাতা রবিনিয়োর গোল হলো ১৯টি। প্রথমার্ধের শেষ দিকে মুনির হোসেনের ক্রসে সিল­াহর হেড ক্রসবার কাঁপায়। সলোমন কিংয়ের ফিরতি শট যায় পোস্টের বাইরে।
দ্বিতীয়ার্ধেও দৃশ্যপটে বদল আনতে পারেনি শেখ জামাল। বরং ৬২তম মিনিটে ডি-বক্সের ঠিক উপর থেকে ফের্নান্দেসের বুলেট গতির শট গোলরক্ষক সাইফুল ইসলাম মাসুমকে ফাঁকি দিয়ে জালে জড়ালে ম্যাচের ভাগ্য চলে যায় কিংসের মুঠোয়।
গোল উৎসব করে শিরোপা উপযাপনে মাততে পারত কিংস। কিন্তু বদলি ফরোয়ার্ড মতিন মিয়া ৭৫তম মিনিটে গোলরক্ষক বরাবর শট নেন। ৮ মিনিট পর ইমন বাবুর শট ক্রসবার কাঁপালে তা হয়নি। কিন্তু তাতে কিংসের উৎসবে ভাটা পড়েনি একটুও।

প্রিন্ট

আরও খবর