খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার মতোই সুবিধা পাবে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৯ এ.এম | ১০ অগাস্ট ২০২১

করোনাকালে এক গাদা শর্ত নিয়ে বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসে অস্ট্রেলিয়া। অজিদের সব শর্ত মেনে, সুযোগ সুবিধা দিয়ে সিরিজটি আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়া সিরিজের পর চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। বিসিবি অস্ট্রেলিয়ার মতোই সুবিধা দিচ্ছে ব্ল্যাক ক্যাপদেরও। বিসিবির ক্রিকেট অপারেশনসের প্রধান আকরাম নিশ্চিত করেছেন বিষয়টি।
সংবাদ মাধ্যমে আকরাম খান বলেন, ‘অনেকটা একই রকম। নিরাপত্তার কথা তো শুধু অস্ট্রেলিয়া বলে চিন্তা করলে হবে না। যদি কিছু খেলোয়াড়ের করোনা হয় তাহলে তো আমরা সিরিজই করতে পারব না। প্রয়োজনে এর চেয়েও বেশি সতর্ক থাকতে হবে। অনেকটা ওরকমই হবে। অস্ট্রেলিয়া সিরিজে যা যা করছি, একইভাবে নিউজিল্যান্ড সিরিজেও করব।’
সব কিছু ঠিক থাকলে ২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে উইলিয়ামসনরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মতোই একটি ভেন্যুতে খেলা হবে সিরিজের সব ম্যাচ। করোনা ভাইরাস মহামারীর কারণে দুই বোর্ড মিলে সিদ্ধান্ত নিয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো খেলানোর। সিরিজের ম্যাচগুলো হবে ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

প্রিন্ট

আরও খবর