খুলনা | মঙ্গলবার | ২২ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

অক্টোবরে মালদ্বীপে হবে সাফ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক |
০৪:২৭ পি.এম | ০৯ অগাস্ট ২০২১

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের আসন্ন আসর মালদ্বীপে অনুষ্ঠিত হবে। আজ (সোমবার) সাফের নির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। ১-১৩ অক্টোবর মালদ্বীপের মালেতে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সাফের স্বাগতিক হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল নেপাল ও মালদ্বীপ। দুই দেশের ফুটবল ফেডারেশন সাফের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবনা দেয়। সেই প্রস্তাবনার ভিত্তিতে আলোচনা করে মালদ্বীপকে আসন্ন সাফের স্বাগতিক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নিয়েছে সাফ। নেপালও মালদ্বীপকে সাফের স্বাগতিক হিসেবে স্বাগত জানিয়েছে। এর আগে মালদ্বীপ ২০০৮ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে সাফ আয়োজন করেছিল। এককভাবে এটাই মালদ্বীপের প্রথম টুর্নামেন্টটির স্বাগতিক হওয়া। চলতি মাসের আগস্টে এএফসি কাপের দক্ষিণ এশিয়ান পর্বের স্বাগতিকও মালদ্বীপ।

কিছুক্ষণ পর সাফ ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করবে। সেই সংবাদ সম্মেলনে আসন্ন সাফ নিয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে তারা।

প্রিন্ট

আরও খবর