খুলনা | মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

খুলনার পাঁচজনসহ অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৭১ জন

খবর প্রতিবেদন |
০৭:৪০ পি.এম | ০৮ অগাস্ট ২০২১

পুলিশের ৭১ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। আজ রবিবার (৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির কথা জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্তদের পুলিশ সদর দফতরে সংযুক্ত করার আদেশ দেয়া হয়েছে। পদন্নোতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অতিরিক্ত পুলিশ সুপার পদের যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে। এ আদেশটি যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়।

পদোন্নিত তালিকায় রয়েছেন, কেএমপি'র সহকারী কমিশনার এসএম কামরুজ্জামান, মোঃ নজরুল ইসলাম, আবুল খয়ের ফকির, শেখ  মোহাম্মদ আবু যাহিদ ও জেলা পুলিশ সুপার কার্যালয়ের মোঃ হুমায়ুন কবির।

প্রিন্ট

আরও খবর