খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

বোরকা না পরায় তরুণীকে গুলি করে হত্যা করল তালেবান

খবর প্রতিবেদন |
১২:৩৮ এ.এম | ০৬ অগাস্ট ২০২১

আফগানিস্তানে বোরকা না পরায় এক তরুণীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে দ্য আফগানিস্তান টাইমসের প্রতিবেদনে এ খবর জানা গেছে। ৫ আগস্ট বালাখ জেলায় এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, নাজনীন নামে ২১ বছর বয়সী ওই তরুণী গাড়িতে করে যাচ্ছিলেন। নাজনীনের পরনে বোরকা না থাকায় তালেবান সদস্যরা তাকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করে। তবে তালেবানের মুখপাত্র জাহিবুল­াহ মুজাহিদ এই অভিযোগ অস্বীকার করেছেন।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকেই আফগানিস্তানে তীব্র লড়াই শুরু করেছে তালেবান। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২২৩টিই তালেবানের দখলে বলে জানা গেছে।
এর আগে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর এক বিজ্ঞপ্তিতে নারীরা বাড়ি থেকে পুরুষ অভিভাবক ছাড়া একা বের হতে পারবেন না আর পুরুষদেরও লম্বা দাড়ি রাখতেই হবে বলে উত্তর-পূর্ব আফগানিস্তানে তাকহার প্রদেশে নিষেধাজ্ঞা জারি করেছিল তালেবান। এমন কি নারীদের বিয়ের জন্য পণ প্রথাও ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

প্রিন্ট

আরও খবর