খুলনা | বুধবার | ১৪ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়াকেও আম পাঠিয়েছে পাকিস্তান

খবর প্রতিবেদন |
১০:৫৪ এ.এম | ০৩ অগাস্ট ২০২১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আম উপহার দিয়েছে পাকিস্তান সরকার। সোমবার (২ আগস্ট) রাতে তার গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আমের ঝুড়ি পাঠায় বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন। বিএনপি সূত্রে এই তথ্য জানা গেছে। 

প্রসঙ্গত্ব, বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে আম পাঠিয়েছে পাকিস্তান। গতকাল সোমবার ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানায়। পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকিস্তানি আম পাঠিয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কে‌জি হা‌ড়িভাঙা আম উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। প্রধানমন্ত্রীর উপহারের ওই আমগুলো ঈদুল আজহার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন।

অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একটি সূত্র জানায়, সোমবার রাতে পাকিস্তান হাইকমিশনের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আম পৌঁছে দেয়। এর আগে বিএনপির পক্ষ থেকেও বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল।

প্রিন্ট

আরও খবর