খুলনা | বুধবার | ১৪ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

আর্থিক প্রতিষ্ঠান খোলা বিকেল ৩টা পর্যন্ত

খবর প্রতিবেদন |
০৫:৫১ পি.এম | ২৯ জুলাই ২০২১

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে।  বিধিনিষেধের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানগুলো বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।  নির্দেশনাটি সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আগামী ১ ও ৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।  আগামী ২, ৩ এবং ৫ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে।

এছাড়া গত ১৪ জুলাই জারি করা নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

প্রিন্ট

আরও খবর