খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

খুলনার পূর্ব রূপসার চিংড়ি শিল্পাঞ্চলের একমাত্র সড়কটি দীর্ঘদিন বেহাল। খানা-খন্দকে ভরা মাত্র ৩ কিলোমিটারের এই সড়কটি বর্তমানে যানবাহন চলাচলে অযোগ্য। অথচ এই সড়কের দুই ধারে শতভাগ বৈদেশিক মূদ্রা অর্জনকারী ১৭টি মাছ কেম্পানীসহ ২৫টি শিল্প কারখানার অবস্থান। অভিযোগ উঠেছে ২০/২৫টি ডাম্প ট্রাকের অতিরিক্ত বালু ও মাটি পরিবহনের কারনে সড়কটির এই করুন পরিনতি। প্রসঙ্গত, প্রতিটি ডাম্প ট্রাক ৩৫/৩৮ টন বালু /মাটি পরিবহন করছে। অথচ সড়কটির লোড ধারন ক্ষমতা সবোর্চ্চ ১৫/২০ টন। দেখার কি কেউ নেই? ছবি ও ক্যাপশন : শামসুজ্জামান শাহীনে ফেসবুক ওয়াল থেকে সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক |
০৮:০৮ পি.এম | ২১ জুলাই ২০২১
প্রিন্ট

আরও খবর