খুলনা | শুক্রবার | ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

ইউরোপে বন্যা : জার্মানি-বেলজিয়ামে ১৫৭ জনের মৃত্যু

খবর প্রতিবেদন |
১২:৩১ এ.এম | ১৮ জুলাই ২০২১

প্রবল বৃষ্টিপাতের কারণে জার্মানির পশ্চিমাঞ্চল ও বেলজিয়ামে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫৭ জনে। এর মধ্যে জার্মানিতে মারা গেছেন ১৩৩ জন এবং বেলজিয়ামে মারা গেছেন ২৪ জন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে গত ৫০ বছরে এর চেয়ে ভয়াবহ বন্যা দেখা যায়নি। পশ্চিম জার্মানির অনেক শহরে বন্যার পানি এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে ও ঘরবাড়ি ভেঙে পড়া অব্যাহত আছে।
শনিবার পুলিশের করা এক হিসাব অনুযায়ী, দেশটির কোলন শহরের দক্ষিণে আরউইলার জেলায় প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে।
প্রবল বর্ষণ ও শুক্রবার কোলোনের নিকটবর্তী শহর ওয়াসেনবার্গের একটি বাঁধ ভেঙে যাওয়ার ফলে জার্মানিতে দেখা দিয়েছে এই ভয়াবহ বন্যা। শহরটি থেকে ইতোমধ্যে ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ।
এদিকে, পশ্চিম জার্মানির স্টেইনবাস্টাল বাঁধটিও ভেঙে পড়ার ঝুঁকিতে আছে। শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, বাঁধের চারপাশের প্রায় সাড়ে ৪ হাজার বাসিন্দাকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
বন্যায় প্রতিবেশী বেলজিয়াম ও নেদারল্যান্ডের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলজিয়ামে ২৪ জনের জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আছেন অন্তত ২০ জন। নেদারল্যান্ডে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্র : রয়টার্স।

প্রিন্ট

আরও খবর